ঈদের পর বিভাগীয় শহরে ১৪ দলের জঙ্গিবাদ বিরোধী সমাবেশ
ঈদের পরে গণতন্ত্র বিরোধী জঙ্গিবাদী চক্রান্তের বিরুদ্ধে বিভাগীয় শহরে সভা-সমাবেশ করবে ১৪ দল। শনিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ইফতার অনুষ্ঠানে একথা জানান দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।
নাসিম বলেন, ‘দেশে জঙ্গিবাদ একেবারে শেষ হয়ে যায় নাই, এরা যে কোনো সময় মাথাচাড়া দিয়ে উঠতে পারে। ঈদের পরে আমরা বিভাগীয় ও জেলা পর্যায়ে জঙ্গিবাদের বিরুদ্ধে সভা-সমাবেশ করব।’
এ সময় নাসিম আরো বলেন, মাদক, দুর্নীতিবাজ ও দলবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোসহ খাদ্যে ভেজালের বিরুদ্ধে দাঁড়াতে গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন।
অনুষ্ঠানে জাসদ সভাপতি হাসানুল হক ইনুসহ ১৪ দলের নেতারা বক্তৃতা করেন। তাঁরা বলেন, জঙ্গিবাদসহ সব ষড়যন্ত্র-চক্রান্ত মোকাবিলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের পথে এগিয়ে চলছে।
১৪ দলের নেতারা বলেন, গণতান্ত্রিক সরকারের ত্রুটি-বিচ্যুতি থাকতে পারে। এর সমালোচনাও হবে। কিন্তু ১৫ আগস্ট বা ২১ আগস্টের মতো আর কোনো ঘটনা যেন না ঘটে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে।
জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, ‘বিএনপি বিরোধী দলের ভূমিকায় ছিল। তারা জঙ্গিবাদে জড়িয়ে বিরোধী দলের আনুষ্ঠানিক যোগ্যতা হারিয়েছে। সরকারের বিরোধী দলের জায়গা পরিবর্তন হয়েছে। এখন জাতীয় পার্টি সেই বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হয়েছে।
মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, বাংলাদেশ জাসদের সভাপতি শরিফ নুরুল আম্বিয়া, গণ আজাদী লীগের সাধারণ সম্পাদক এস কে শিকদার, আওয়ামী লীগের সাংগঠনিক ও সরকারের নৌ পরিবহন প্রতিমন্ত্রী সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কেন্দ্রীয় সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও অ্যাডভোকেট কামরুল ইসলাম।