ঈদযাত্রায় পোশাকশ্রমিকরা পেলেন বিআরটিসির ৬০ বাস

Looks like you've blocked notifications!

এ বছর প্রথমবারের মতো ঈদযাত্রায় পোশাক শ্রমিকদের বহনের জন্য ৬০টি বাস বরাদ্দ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা (বিআরটিসি)। বার্তা সংস্থা ইউএনবি এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি রুবানা হকের অনুরোধে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিআরটিসি এ বিশেষ উদ্যোগ নিয়েছে।

রুবানা হক গতকাল শনিবার জানান, তিনি ঈদুল ফিতর উপলক্ষে তাদের শ্রমিকদের জন্য বাস, ট্রেন ও লঞ্চ বরাদ্দ দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলেন। তিনি বলেন, ‘তবে, ৬০টি বাস বরাদ্দ দেওয়ায় আমি সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। সত্যিই এটি ভালো উদ্যোগ। আমাদের শ্রমিকরা প্রথমবারের মতো এ সুবিধা পেয়েছেন।’

বিআরটিসি সূত্র জানায়, ৬০টি বাসের মধ্যে ৩০টি বাস আগামীকাল সোমবার গাজীপুর চৌরাস্তায় অপেক্ষমাণ থাকবে। আর বাকি ৩০টি বাস এরইমধ্যে গতকাল শনিবার বিআরটিসির বিভিন্ন ডিপোতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিপুল সংখ্যক পোশাক শ্রমিক সাধারণত ঈদের এক বা দুদিন আগে বাড়ির পথে যাত্রা করেন। এতে গণপরিবহনে বিশাল চাপ পড়ে।