গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত

Looks like you've blocked notifications!
গাজীপুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। আহতদের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ছবি : এনটিভি

গাজীপুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো পাঁচজন।

আজ সোমবার সকাল ৮টার দিকে ঢাকা-বাইপাস সড়কের মেঘডুবি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক জানান, ভোগড়া বাইপাস থেকে যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা পুবাইলের মিরেরবাজারের দিকে যাচ্ছিল। অটোরিকশাটি মেঘডুবি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে অটোরিকশার এক যাত্রী (৩৫) নিহত হন। নিহত ওই ব্যক্তির পরিচয় জানাতে পারেনি পুলিশ। এ ছাড়া আরো পাঁচ যাত্রী আহত হয়েছেন।

আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকটি আটক করেছে পুলিশ।