হোমিও চিকিৎসক হারুন হত্যা মামলা

ময়মনসিংহে তিন সহোদরসহ সাতজনের যাবজ্জীবন

Looks like you've blocked notifications!
ময়মনসিংহে হোমিও চিকিৎসক হারুনুর রশিদ হত্যা মামলায় রায় ঘোষণা শেষে আজ সোমবার আসামিদের কারাগারে নিয়ে যায় পুলিশ। ছবি : এনটিভি

ময়মনসিংহে হোমিও চিকিৎসক হারুনুর রশিদ হত্যা মামলায় তিন সহোদরসহ সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক জহিরুল কবীর এই আদেশ দেন। রায় ঘোষণা শেষে সব আসামিকে কারাগারে পাঠানো হয়।

দণ্ডাদেশ পাওয়া আসামিরা হলেন আবু তাহের, তাঁর দুই ভাই আবুল কালাম ও আবু সাঈদ, আবদুল কুদ্দুছ, রফিকুল ইসলাম, আবদুল জব্বার ও লাল মিয়া। তাঁদের বাড়ি জেলার ফুলবাড়িয়া উপজেলার কালিবাজাইল গ্রামে।

মামলার বিবরণে জানা যায়, ২০০৯ সালের ১১ নভেম্বর বিকেল ৫টায় দণ্ডাদেশ পাওয়া আসামিরা ফুলবাড়িয়া উপজেলার টান কাতলাসেন বাজার কমিটি নিয়ে বিরোধে খুন করেন বাজার কমিটির সেক্রেটারি হোমিও চিকিৎসক হারুনুর রশিদকে। এই ঘটনায় নিহতের ছোট ভাই মামুনুর রশিদ সোহাগ ঘটনার পরদিন বাদী হয়ে সাতজনকে আসামি করে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ওই সাতজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। আজ ওই মামলার রায় ঘোষণা করা হয়।

বাদীপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আতাহার হোসেন চৌধুরী সবুজ। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) আবুল কাশেম মুছা।