ফজলু মিয়াকে আর্থিক অনুদান দিল সিটি করপোরেশন

Looks like you've blocked notifications!
সিলেটের দক্ষিণ সুরমার তেতলি ইউনিয়ন পরিষদের (ইউপি) কার্যালয়ে আজ সোমবার ফজলু মিয়ার হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়। ছবি : এনটিভি

সন্দেহের বশে বিনা বিচারে ২২ বছর কারাগারে কাটানো সেই ফজলু মিয়াকে আর্থিক অনুদান দিয়েছে সিলেট সিটি করপোরেশন। আজ সোমবার দুপুরে সিলেটের দক্ষিণ সুরমার তেতলি ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে তাঁর হাতে অনুদানের চেক তুলে দেন করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব।

এ সময় সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা মো. হানিফুর রহমান, ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রেজওয়ান আহমদ, ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শান্তনু দত্ত সন্তু, ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বকস, সংরক্ষিত আসনের কাউন্সিলর অ্যাডভোকেট রোকসানা বেগম শাহনাজ, তেতলি ইউপির চেয়ারম্যান মো. ওসমান আলী, সাবেক সদস্য কামাল আহমদ, শাহিন আহমদ প্রমুখ। 

এ সময় সিটি করপোরেশনের কাউন্সিলর ও কর্মকর্তারা জানান, ফজলু মিয়াকে আর্থিক অনুদানের পাশাপাশি আগামীতে সিলেটে তাঁর চিকিৎসার ব্যাপারে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।