বিএনপি-জামায়াতের অপপ্রচারের জবাব দিতে প্রবাসীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

Looks like you've blocked notifications!
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি-জামায়াত জোট বিদেশে  নানা ষড়যন্ত্র করছে এবং মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। তাদের দেশবিরোধী অপপ্রচার বন্ধে প্রবাসীদের ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

বুধবার ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে অল ইউরোপিয়ান আওয়ামী লীগ ও ফিনল্যান্ড আওয়ামী লীগের দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে শেখ হাসিনা এই আহ্বান জানান।

বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে মিথ্যা অপপ্রচারের জন্য টাকা খরচ করে বিদেশে লবিস্ট নিয়োগ করা হচ্ছে অভিযোগ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি-জামায়াত জোট বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে নানা ষড়যন্ত্র করছে, বিভিন্ন মিথ্যা প্রপাগাণ্ডা ছড়াচ্ছে। সেজন্য প্রবাসী আওয়ামী লীগের নেতাকর্মীদের উচিত এর সমুচিৎ জবাব দেওয়া।’

প্রধানমন্ত্রী আরো বলেন, বিএনপি-জামায়াত জোট অবৈধভাবে বিপুল অর্থ দেশ থেকে পাচার করেছে এবং এগুলো দিয়ে দেশের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালানোর জন্য তারা লবিস্ট নিয়োগ দিয়েছে।

সংবর্ধনা অনুষ্ঠানে অল ইউরোপিয়ান আওয়ামী লীগ, যুক্তরাজ্য আওয়ামী লীগ ও ফিনল্যান্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।