ধীরে ধীরে প্রাণ ফিরছে ঢাকায়

Looks like you've blocked notifications!
স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরছে কর্মজীবী মানুষ। ছবি : ফোকাস বাংলা

ঈদুল ফিতরের ছুটির শেষে আজ দ্বিতীয় কর্মদিবস। এর মধ্যে অনেকেই ঈদের আনন্দ শেষে ঢাকায় আসতে শুরু করেছেন। তবে ঢাকা এখনো আগের চিরচেনা রূপ পায়নি।

আজ সোমবার ঢাকার সবচেয়ে ব্যস্ততম ব্যাংকপাড়া মতিঝিলে গিয়ে দেখা যায়, খুব কমসংখ্যক যানবাহন ও লোকজন রয়েছেন। এছাড়া ঢাকা শহরের যে কোন প্রান্তে খুব কম সময়ে যাওয়া যাচ্ছে।

রাজধানীর মিরপুরের বাসিন্দা রুবায়াত হোসেন এনটিভি অনলাইনকে বলেন, ‘ঈদের আগে মিরপুর থেকে মতিঝিল আসতে তিন ঘণ্টার বেশি লাগতো। তবে আজকে ৪৫ মিনিটের মধ্যে চলে আসতে পেরেছি। এভাবে ঢাকা শহর ফাঁকা থাকলে চলাফেলা করে অনেক মজা লাগে। পাশাপাশি মানুষজন দিনের কাজ দিনেই করতে পারে।’

রোকন নামের আরেক ব্যক্তি জানান, ঢাকার উত্তরা থেকে সকাল ১০ টায় রওনা দিয়ে ১১ টার মধ্যেই মিরপুর এসে পৌঁছেছেন। এখন আবার কাজ শেষে তিনি উত্তরা চলে যাচ্ছেন।

তিনি বলেন, ‘আগে উত্তরা থেকে আসতে ৩ ঘন্টার বা তার বেশি সময় লাগতো। আর আজকে ১ ঘন্টায় চলে আসতে পেরেছি। এখন বাসায় গিয়ে দুপুরের খাবার খেতে পারব।’

এদিকে মফিজ নামের এক রিকশাচালক বলেন, ‘ঈদের ছুটিতে বাড়িতে যাই নাই। কোরবানির ঈদে যামু। ঈদের সময় রিকশা চালাইয়া অনেক ট্যাকা কামাইছি। ঈদের পর  থেকে রাস্তায় যানজট নেই। আজকেও লোক কম, রিকশা চালায়া ভালা লাগতাছে। আর কম সময়ের যে কোন জায়গায় যাওন যাইতাছে।’

এদিকে ঢাকা শহরের ব্যস্ততম এলাকা ফার্মগেটে গিয়ে দেখা গেছে, গাড়ির চালকরা যাত্রীর জন্য অপেক্ষা করছে। কম সংখ্যক যাত্রী নিয়েই গন্তব্যে গাড়ি ছেড়ে যাচ্ছে।