ঠাকুরগাঁওয়ে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
ঠাকুরগাঁও সদর উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় এক মোটরসাইকেলের আরোহী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরেক মোটরসাইকেল আরোহী।
আজ সোমবার সকালে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের খোঁচাবাড়ি এলাকার ঠাকুরগাঁও-সেতাবগঞ্জ রোডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম বিপুল রায় (২২)। তিনি সদরের জগন্নাথপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের রথিন রায়ের ছেলে। আহত অনিমেশ রায় (১৪) একই গ্রামের পরিমল রায়ের ছেলে।
ঠাকুরগাঁও সদর থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুদ্দৌলা জানান, আজ সকালে ঠাকুরগাঁও শহর থেকে সেতাবগঞ্জের দিকে যাচ্ছিল একটি মাইক্রোবাস। পথে মাইক্রোবাসটি খোঁচাবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী বিপুল নিহত হন। আহত হন অনিমেশ। গুরুতর আহত অবস্থায় অনিমেশকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়।
দুর্ঘটনায় জড়িত মাইক্রোবাসটি আটকের চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।