‘বাধা দিলে মওদুদ এলাকায় গোসল করতে পারতেন না’

Looks like you've blocked notifications!
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

‘সরকার বিএনপি নেতাদের ধরপাকড় করলে কিংবা এলাকায় যেতে বাধা দিলে আমার এলাকার নেতা কীভাবে এলাকায় গিয়ে ঈদ করলেন? শুধু ঈদ করেননি, নিজ দলের নেতাকর্মীদের নিয়ে তিনি পুকুরে নেমে গোসল করেছেন। আনন্দ করেছেন। সেই ছবিও তো আমরা ফেসবুকে কল্যাণে দেখতে পেয়েছি। আমরা যদি বিএনপি নেতাদের এলাকায় গিয়ে বাধাই দিতাম তাহলে তিনি এটা কীভাবে করলেন।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদকে উদ্দেশ করে এসব কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে সমসাময়িক বিষয়াদি নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন ওবায়দুল কাদের।

ঈদে নিজ এলকায় যেতে বিএনপি নেতাদের বাধা দেওয়া হয়েছে কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আমার এলাকার নেতাকে (মওদুদ আহমেদ) আমি বেশ শ্রদ্ধা করি। তিনিই সবচেয়ে বেশি অভিযোগ করেন আমার বিরুদ্ধে। আমি নাকি তাঁকে এলাকায় যেতে বাধা দেই। কিন্তু আপনারাই দেখেছেন, তিনি এবার এলাকায় গিয়ে নেতাকর্মীদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগিই করেননি, নেতাকর্মীদের নিয়ে একত্রে গোছলও করেছেন। এতেই প্রমাণিত হয় এবারের ঈদ বেশ স্বস্তির ছিল। সবার মনেই আনন্দ ও স্বস্তি ছিল।  

ঈদযাত্রায় পরিবহনের বিরুদ্ধে অভিযোগের ব্যাপারে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘এবার ভাড়া বেশি আদায় হয়েছে, সেটা আমরা জানি। এ ব্যাপারে ব্যবস্থা নিচ্ছি।’

সড়ক পরিবহন আইন সংসদে পাস হওয়ার পরেও তা কার্যকর হয়নি, এমন অভিযোগের ব্যাপারে ওবায়দুল কাদের বলেন, ‘আপনারা দেখেছেন তারা (পরিবহন শ্রমিক) কী পরিমাণ আন্দোলন করেছিল, জনগণকে জিম্মি করেছিল। তারা কিছু দাবি পেশ করেছে, আমরা সেগুলো সমন্বয় করার চেষ্টা করছি।’ এদিকে উবার ও পাঠাওসহ রাইড শেয়ারিং সার্ভিসের ২০টি সেবাকে আইনের আওতায় আনা হচ্ছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

ফেনীর সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেমকে গ্রেপ্তারের প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আজ হোক কাল হোক তাঁকে ধরা পড়তেই হবে। আইনশৃঙ্খলাবাহিনী তাঁকে খুঁজতে তৎপর। সে পালিয়ে থাকতে পারবে না।’

বর্তমান সংসদ অবৈধ হলে বিএনপির এমপিরা শপথ নিতেন না বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘স্ববিরোধীতার কারণে বিএনপি সফল হচ্ছে না, হবেও না। বিএনপির মহাসচিব শপথ নেননি অথচ জেলা সভাপতিকে উপনির্বাচনে মনোনয়ন দিয়েছেন। এখন আবার তাঁরা আন্দোলনের কথা বলছেন। আন্দোলনের ডাক দিয়ে বিএনপি নেতারা ঘরে বসে হিন্দি ছবি দেখেন। এ কারণেই তাদের আন্দোলন সফল হবে না।’