গাঁজাসহ পাকিস্তানি নাগরিক আটক
কুমিল্লার হোমনায় ৩০০ গ্রাম গাঁজাসহ সোহেল হোসেন সোয়েব নামের এক পাকিস্তানি নাগরিককে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে হোমনা উপজেলা মহিলা দলের সহসভাপতি পারুল আক্তারের শ্রীমদ্দি গ্রামের বাড়ি থেকে সোহেলকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, আটক সোহেল পাকিস্তানের করাচির বাসিন্দা।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল হোসেন জানান, হোমনা উপজেলা মহিলা দলের সহসভাপতি পারুল আক্তারের শ্রীমদ্দি গ্রামের বাড়ি থেকে আজ সকালে সোহেল হোসেন সোয়েব নামের ওই পাকিস্তানি নাগরিককে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, এর আগে ২০১৪ সালের ২৪ অক্টোবর দুই কেজি গাঁজা ও এক বোতল মদসহ গাজীপুরের জয়দেবপুরে সোহেল গ্রেপ্তার হয়েছিলেন। এ ব্যাপারে জয়দেবপুর থানায় তাঁর নামে একটি মামলাও রয়েছে।
আটক পাকিস্তানি নাগরিক সোহেলকে ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান হোমনা থানার ওসি।