মাদারীপুরে ভোটের আগে ওসি-এসআই বদলি

Looks like you've blocked notifications!

উপজেলা পরিষদ নির্বাচনের শেষ ধাপে আগামী ১৮ জুন মাদারীপুর সদরে ভোট হচ্ছে। নির্বাচনকে ঘিরে পক্ষপাতের অভিযোগে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) তিন পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার পুলিশ সুপার সুব্রত কুমার হালদার এ খবরের সত্যতা নিশ্চিত করেন।

বদলি আদেশ পাওয়া কর্মকর্তারা হলেন- সদর মডেল থানার ওসি মো. কামরুল হাসান, সদর থানার উপপরিদর্শক (এসআই) শ্যামলেন্দু ঘোষ ও আঙ্গুলকাটা তদন্তকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কাজী রমজানুল হক।

সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজল কৃষ্ণ দে জানান, সম্প্রতি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে সদর থানার ওসি, পরিদর্শক (তদন্ত), আঙ্গুলকাটা তদন্তকেন্দ্রের ইনচার্জ, শ্রীনদী তদন্তকেন্দ্রের ইনচার্জ ও সদর থানার দুই এসআইকে প্রত্যাহারের জন্য প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর দরখাস্ত করেন তিনি। তাঁদের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তোলা হয়। তারই পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন ওসিসহ ওই তিন পুলিশ কর্মকর্তাকে বদলির নির্দেশ দেয়।