পাবনায় দুবাই প্রবাসী ব্যবসায়ী অপহৃত!

Looks like you've blocked notifications!
পাবনায় অপহৃত দুবাই প্রবাসী আনিছুর রহমান সোহাগ (বাঁয়ে) ও তাঁর বন্ধু ইমন। ফাইল ছবি

পাবনার আতাইকুলা থানাধীন বোয়ালমারী গ্রামের দুবাই প্রবাসী এক ধনাঢ্য ব্যবসায়ীকে অপহরণ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আতাইকুলা থানায় পরিবারের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে।

অপহৃত দুবাই প্রবাসী আনিছুর রহমান সোহাগ (৩২) বোয়ালমারী গ্রামের আবু সাঈদের ছেলে।

আবু সাঈদ জানান, প্রায় আট বছর ধরে সোহাগ দুবাইয়ে থাকতেন। মাস খানেক আগে সোহাগ ছুটিতে বাড়িতে আসেন। সোমবার বিকেলে সোহাগের বন্ধু ইমন মোবাইল ফোনে ফোন করে সোহাগকে ডেকে নিয়ে যান। ইমন সোহাগের  সঙ্গে দুবাইতে থাকতেন। তাঁর বাড়ি পাবনা শহরের শালগাড়িয়া এলাকায়।

আবু সাঈদ জানান, সোমবার ইমনের ফোন পেয়ে বাড়ি থেকে বের হওয়ার পর সন্ধ্যা ৭টার দিকে ইমন ফোন করে তাঁদের জানান, কয়েকজন দুর্বৃত্ত একটি মাইক্রোবাসে এসে সোহাগকে অপহরণ করে নিয়ে গেছে।

এরপর থেকে সোহাগ ও ইমনের মোবাইল ফোন বন্ধ রয়েছে।

বিভিন্ন জায়গায় খোঁজার পরও সোহাগকে না পেয়ে সোমবার রাতে তাঁর বাবা আবু সাঈদ আতাইকুলা থানায় অভিযোগ দায়ের করেন।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী  জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে আতাইকুলা থানা পুলিশ ও ডিবি পুলিশ যৌথভাবে ঘটনাটি অনুসন্ধান ও সোহাগকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।