Beta

সুনামগঞ্জে আজাদ মিয়ার খুনিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

১৬ জুন ২০১৯, ১৯:৫১

‘হাওর বাঁচাও, সুনামগঞ্জ’ বাঁচাও আন্দোলনের নেতা আজাদ মিয়ার খুনিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে রোববার দুপুরে জেলা শহরের ট্রাফিক পয়েন্টে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়। ছবি : এনটিভি

‘হাওর বাঁচাও, সুনামগঞ্জ বাঁচাও’ আন্দোলনের নেতা আজাদ মিয়ার খুনিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সংগঠনের নেতাকর্মীরা। রোববার দুপুরে জেলা শহরের ট্রাফিক পয়েন্টে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেয়।

এ সময় মানববন্ধনে বক্তব্য দেন ‘হাওর বাঁচাও, সুনামগঞ্জ বাঁচাও’ আন্দোলনের সহসভাপতি মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক সালেহীন চৌধুরী শুভ, সাংগঠনিক সম্পাদক এমরানুল হক চৌধুরী, এ কে কুদরত পাশা, সদর উপজেলার আহ্বায়ক চন্দন রায়, আজাদের ভাই আফরোজ রায়হান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা জানান, আজাদ মিয়ার হত্যাকাণ্ড শুধু  ভাড়াটিয়া খুনিদের দিকে চাপিয়ে দেওয়ার একটা অশুভ পাঁয়তারা চলছে। এই আজাদ হত্যার পেছনে হাওরের দুর্নীতিবাজরা জড়িত। হাওর দুর্নীতির সঙ্গে জড়িত লোকদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্যই আজাদ হত্যাকাণ্ড হয়েছে। তাই অবিলম্বে আড়ালে থাকা সব খুনির শাস্তি নিশ্চিত করার দাবি জানান বক্তারা।

Advertisement