Beta

কন্যাশিশুকে গলা কেটে খুন, মা আটক

১৭ জুন ২০১৯, ১৩:৫৮ | আপডেট: ১৭ জুন ২০১৯, ১৪:০২

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় আজ সোমবার স্নেহা নামের এক কন্যাশিশুকে গলা কেটে হত্যা করা হয়। ছবি : এনটিভি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় স্নেহা নামের দুই বছরের এক কন্যাশিশুকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ শিশুর মা শামীমা আক্তারকে আটক করেছে।

আজ সোমবার সকালে উপজেলার সোনাতনপুর এলাকায় ওই ঘটনা ঘটে।

তবে আটক শামীমার স্বামী মামুন অর রশিদ দাবি করেছেন, তাঁর স্ত্রী মানসিকভাবে অসুস্থ।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান মুন্সী জানান, আজ সকালে বাড়ির সবাই ঘুমিয়ে থাকা অবস্থায় শামীমা তার ছোট মেয়ে স্নেহাকে দোতলা বাড়ির ছাদে রান্নাঘরে নিয়ে যায় এবং গলা কেটে হত্যা করে।

খবর পেয়ে আলমডাঙ্গা থানার পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানান ওসি আসাদুজ্জামান।

Advertisement