ঝিনাইদহে মাদ্রাসাছাত্রের গলাকাটা লাশ উদ্ধার
ঝিনাইদহে এক মাদ্রাসাছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে সদর উপজেলার বানিয়াবহু গ্রামের মাঠে একটি পাটক্ষেত থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
নিহত ছাত্রের নাম সোহেল রানা (৩০)। তিনি জেলার কোটচাঁদপুর উপজেলার লক্ষ্মীকুণ্ডু গ্রামের বাসিন্দা। সোহেল কালীগঞ্জ উপজেলার চাপালী গ্রামের মসজিদের মুয়াজ্জিন ও উপজেলার শোয়েবনগর দাখিল মাদ্রাসার ফাজিল শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস বলেন, ‘আজ সকালে বানিয়াবহু গ্রামের মাঠে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত ব্যক্তিকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খান বলেন, ‘গলাকাটা ছাড়াও ওই ব্যক্তির নিম্নাঙ্গ কেটে ফেলেছে হত্যাকারীরা।’
ঘটনাস্থলে একটি মিষ্টির প্যাকেট পাওয়া গেছে বলেও জানান তিনি।
সোহেলের লাশ ময়নাতদন্তের উদ্দেশ্যে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কে বা কারা কী কারণে তাঁকে হত্যা করেছে, তা নিশ্চিত হতে পারেনি পুলিশ।