রাজধানীতে ব্ল্যাক শাহীনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব ১

Looks like you've blocked notifications!
রাজধানীর উত্তরখান থেকে আটক শাহীন ওরফে ব্ল্যাক শাহীনসহ তিনজনকে মঙ্গলবার সাংবাদিকদের সামনে হাজির করা হয়। ছবি : এনটিভি

ঢাকার উত্তরখানে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সাকিব নামের এক যুবক খুনের ঘটনার মূলহোতা শাহীন ওরফে ব্ল্যাক শাহীনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে র‍্যাব ১।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এতথ্য জানান র‍্যাব ১-এর অধিনায়ক লে. কর্নেল সারওয়ার বিন কাশেম।

সোমবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এবং হত্যার কাজে ব্যবহৃত অস্ত্রটিও উদ্ধার করা হয় বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।

র‍্যাব জানায়, ঘটনার দিন বিকেলে বাসা থেকে বের হয়ে বাটুলিয়া এলাকায় নদীর পাড়ে ঘুরতে যায় দুই বন্ধু সাকিব ও শিপন। সেখানে চারজন ছিনতাইকারী তাদের পথরোধ করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তারা সাকিবের বাম পাজরে ও পিঠে এবং শিপনের পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।