ট্যানারির বর্জ্যে মাছ-মুরগির খাবার, ৬ কারখানা সিলগালা

Looks like you've blocked notifications!
রাজধানীর হাজারীবাগ এলাকায় ট্যানারির বর্জ্য দিয়ে মাছ ও মুরগির খাবার তৈরির দায়ে র‍্যাব ছয়টি কারখানা সিলগালা করে দিয়েছে। ছবি : এনটিভি

রাজধানীর হাজারীবাগ এলাকায় ট্যানারির বর্জ্য দিয়ে তৈরি করা হচ্ছে মাছ ও মুরগির খাবার। এ অভিযোগে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ভ্রাম্যমাণ আদালত ছয়টি কারখানা সিলগালা করে দিয়েছেন।

গতকাল মঙ্গলবার দিবাগত মধ্যরাত থেকে ভোর ৩টা পর্যন্ত হাজারীবাগের এসব কারখানায় টানা অভিযান চালানো হয়। এ সময় ১০ জনকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

র‍্যাবের নির্বাহী হাকিম সারোয়ার আলম গণমাধ্যমকে বলেন, গতকাল রাতভর এই অভিযান চালানো হয়। এসব কারখানায় বিপজ্জনক ট্যানারির বর্জ্য দিয়ে পোলট্রি ও ফিশ ফিড তৈরি করা হয়। অভিযানের সময় মোট দুই হাজার ৮০০ বিষাক্ত পোলট্রি ও ফিশ ফিড জব্দ করা হয়।