বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে সুনামগঞ্জে র্যালি

বিশ্ব হাত ধোয়া দিবস ও জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে সুনামগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সুনামগঞ্জ জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় থেকে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক দেবজিৎ সিংহের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ আবুল হোসেন মিলনায়তনে এসে শেষ হয়।
সুনামগঞ্জ জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশলের যৌথ উদ্যোগে এ র্যালিতে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও উন্নয়নকর্মীরা অংশ নেয়।
র্যালি শেষে আবুল হোসেন মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক দেবজিৎ সিংহ। বক্তব্য দেন জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মঞ্জুর মো. শাহরিয়ার, জেলা ডেপুটি সিভিল সার্জন নাছির ইকবাল, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হযরত আলী, ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার উত্তম চক্রবর্তী, ব্র্যাকের জেলা প্রতিনিধি মনিরুজ্জামান প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, সঠিক পদ্ধতিতে হাত ধোয়ার অভ্যাস করে অনেক অসুখ-বিসুখ থেকে রক্ষা পাওয়া সম্ভব।