গাজীপুরে ‘বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী’ নিহত

Looks like you've blocked notifications!

গাজীপুরের শ্রীপুর উপজেলায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে বাবুল মিয়া নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। র‌্যাবের দাবি, নিহত বাবুল ডাকাত ও মাদক ব্যবসায়ী।

গতকাল বৃহস্পতিবার রাত ৩টার দিকে উপজেলার দুম্বারিচালা এলাকায় এ ঘটনা ঘটে বলে র‍্যাবের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

নিহত বাবুল মিয়া উপজেলার কাউরাইদ ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামের বাসিন্দা।

র‍্যাব-১-এর সহকারী পরিচালক কামরুজ্জামান দাবি করেন, দুম্বারিচালা এলাকায় মাদক ব্যবসায়ীরা অবস্থান করছে—এমন খবর পেয়ে সেখানে অভিযানে যায় র‌্যাব-১-এর একটি দল। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছুড়লে বাবুল মিয়া ওরফে বাবুল ডাকাত গুলিবিদ্ধ হন।

পরে গুলিবিদ্ধ বাবুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুটি গুলি ও বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানান র‍্যাব কর্মকর্তা। এ ছাড়া বন্দুকযুদ্ধের সময় র‌্যাব সদস্য কনস্টেবল জিকরুল ও সৈনিক কামরুল আহত হন বলে জানান তিনি। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

নিহত বাবুলের নামে বিভিন্ন থানায় ২৪টি মামলা রয়েছে। এর মধ্যে ১২টি মাদক ও সাতটি ডাকাতি মামলা বলে জানায় র‍্যাব। ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।