মাগুরায় কুকুরের কামড়ে আহত ২০
মাগুরা পৌরসভাসহ জেলার বিভিন্ন এলাকায় কুকুরের কামড়ে ২০ জন আহত হয়েছেন। তাদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে হাসপাতালে ভ্যাকসিন সংকট রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত মাগুরা শহরের নিজনান্দুয়ালী, পারলা, ভায়না, খানপাড়া, পারনান্দুয়ালী, রায়গ্রাম ও ঘোড়ামারাসহ বিভিন্ন এলাকার ২০ জন শিশু, নারী, পুরুষ কুকুরের কামড়ে আহত হয়।
এদের মধ্যে কেচুয়াডুবির ফাতেমা (৭), বাকলবাড়িয়ার সোমা (২), ধুপুরিয়ার আঁখি (৫), পাকা কাঞ্চনপুরের তুরান (৮), শ্রীকুণ্ডির তরিকুল ইসলাম (১৪), ঘোড়ামারার শান্তা খাতুন (১৬), নিজনান্দুয়ালীর দিপ্ত খাতুন (২২), মুহম্মদ আলী (৫৫), কুকনার মুরাদ হোসেন (২০), খানপাড়ার সেলিম বিশ্বাস (২৫), পারনান্দুয়ালীর মান্নান মিয়া (৬৮), আনোয়ার হোসেন (৪০), সুমন হোসেন (৩৪), অনিক মিয়া (২৭), বাতাসি বেগম (৫০), ভায়নার জুলফিকার আলী (২০), জগদলের আকতার মিয়া (৪০), পারলার জাকিয়া বেগম (৫৫) ও মহম্মদপুরের নিত্য বিশ্বাস (৬০) মাগুরা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের ভ্যাকসিন দেওয়া হয়েছে।
তবে হাসপাতালে ভ্যাকসিন সংকটের কথা এনটিভি অনলাইনকে জানিয়েছেন জ্যেষ্ঠ সেবিকা শাহনাজ পারভিন।
জরুরি বিভাগের চিকিৎসক মো. রকিবুল ইসলাম জানান, অন্যবারের তুলনায় এ বছর কুকুরে কামড়ানো রোগীর সংখ্যা বেশি।