ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ ফের চালু

Looks like you've blocked notifications!

গাজীপুরের সালনায় আন্তঃনগর ‘রংপুর এক্সপ্রেস’ ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার হলে চার ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ ফের চালু হয়েছে।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সুব্রত দাস জানান, উদ্ধারকারী ট্রেন এসে বগিটি উদ্ধার করলে শুক্রবার দুপুর দেড়টার দিকে রেল যোগাযোগ আবার স্বাভাবিক হয়।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে রংপুর থেকে ঢাকাগামী আন্তঃনগর ‘রংপুর এক্সপ্রেস’ ট্রেনটি গাজীপুরের সালনা এলাকায় এসে পৌঁছালে ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ সময় ঢাকাগামী ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ ও উত্তরবঙ্গ গ্রামে একটি ট্রেন জয়দেবপুর রেলওয়ে স্টেশনে আটকা পড়ে। এর ফলে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।

খবর পেয়ে ঢাকা থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন দুপুর পৌনে ১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। উদ্ধারকাজ শেষ হলে প্রায় চার ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।