বিজিবির স্কোয়াডে ভারতের ২০ কুকুর
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ডগ স্কোয়াডের জন্য প্রশিক্ষণপ্রাপ্ত ২০টি কুকুর উপহার দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।
গতকাল শুক্রবার বিকেলে ভারতের পেট্রাপোল চেকপোস্ট দিয়ে ডগ স্কোয়াডের নতুন ওই সদস্যদের যশোরের বেনাপোল বিজিবি ক্যাম্পে নেওয়া হয়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সেলিম রেজা বলেন, ‘চলতি বছরের জানুয়ারিতে নায়েব সুবেদার মাহবুবুল আলমের নেতৃত্বে বিজিবির ৫২ সদস্যের একটি প্রতিনিধিদল প্রশিক্ষণের উদ্দেশে ভারতের মধ্য প্রদেশের বিএসএফ ট্রেনিং সেন্টারে যান। সাড়ে চার মাসের প্রশিক্ষণ শেষে আজ বাংলাদেশে ফিরে আসার সময় ওই প্রতিনিধিদল বিএসএফের উপহার হিসেবে প্রশিক্ষণপ্রাপ্ত ২০টি ভারতীয় কুকুর (ডগ স্কোয়াড) সঙ্গে নিয়ে আসে।’
কুকুরগুলো প্রথমে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নে রাখা হবে। পরে এগুলোকে ঢাকার পিলখানায় বিজিবি সদর দপ্তরে নেওয়া হবে বলে জানান বিজিবি কর্মকর্তা।