লক্ষ্মীপুরে শিবিরের দুই নেতা-কর্মী গ্রেপ্তার
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা দক্ষিণ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো. মোকতার হোসেনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর সাথে থাকা উপজেলার চর মোহনা ইউনিয়নের শিবিরকর্মী আরিফুর রহমানকেও (৩০) গ্রেপ্তার করা হয়েছে।
আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ভূঁইয়ার রাস্তার মাথা এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বাড়ি উপজেলার সোনাপুর এলাকায়।
রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাশার এনটিভি অনলাইনকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শিবিরের দুই নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনসহ একাধিক মামলা রয়েছে।