কয়েক ঘণ্টা পর মুক্তি পেল ৩ শিশু

সুনামগঞ্জ শহরের একটি আবাসিক এলাকা থেকে একই পরিবারের তিন শিশুকে অপহৃত হওয়ার কয়েক ঘণ্টা পর তাদের ছেড়ে দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার সন্ধ্যায় সুনামগঞ্জ শহরের ইলেকট্রিক সাপ্লাই রোড থেকে শিশুদের অপহরণ করা হয়েছিল। তারা তিনজনই খালাতো-মামাতো ভাই।
পরিবারের সদস্যরা অভিযোগ করে জানান, বড়পাড়া এলাকার মাদ্রাসার শিক্ষার্থী ইমন মিয়া (১৫), রানা মিয়া (১২) ও আকাশসহ (১৩) পাঁচ শিশু বিকেলে বাসা থেকে বের হয়ে ইলেকট্রিক সাপ্লাই রোড দিয়ে দোকানে আসছিল। এমন সময় একটি কালো মাইক্রোবাসে এসে তাদের মধ্যে থেকে তিনজনকে গাড়িতে তুলে নিয়ে সিলেটের দিকে নিয়ে যায় দুর্বৃত্তরা।
প্রত্যক্ষদর্শী ইমনের ছোট ভাই লিমন মিয়া জানায়, তারা পাঁচজন একই সঙ্গে বিকেলে বাড়ি থেকে বের হয়ে দোকানে যাচ্ছিল। এমন সময় সে প্রসাব করতে বসলে হঠাৎ দেখে একটি কালো রঙের গাড়ি থেকে ড্রাইভার ও আরো একজন নেমে এসে তাদের তিনজনের মুখে স্প্রে করে। সঙ্গে সঙ্গে তারা তিনজন অচেতন হয়ে পড়লে তাদের দ্রুত গাড়িতে তুলে নেয় দুর্বৃত্তরা।
লিমন জানায়, সে ও শাওন দৌড় দিয়ে পালানোর চেষ্টা করে। যখন তারা দেখে যে ওই তিনজনকে গাড়ি করে সিলেটের দিকে নিয়ে যাচ্ছে, তখন তারা দুজন গাড়ির পেছন পেছন দৌড়াতে থাকে। একসময় গাড়িটি সিলেটের দিকে রওনা দিলে তারা তাদের আত্মীয়স্বজনকে খবর দেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো. হারুনুর রশীদ চৌধুরী। ঘটনার পরপর তিনি জানান, তিন শিশুকে ধরে নিয়ে যাওয়ার তথ্য পাওয়া গেছে। তাদের তথ্যের ভিত্তিতে পুলিশ কাজ করছে।
জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ জানান, রাত ৯টার দিকে দুর্বৃত্তরা সুনামগঞ্জের জাউয়াবাজার নামক স্থানে ফেলে চলে গেছে। জাউয়াবাজার পুলিশ ফাঁড়ির সদস্যরা তাদের নিজেদের হেফাজতে নেয়। পরে তাদের পরিবারের সদস্যদের কাছে বুঝিয়ে দেওয়া হয়।