মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেপ্তার আহম্মদ আলীর মৃত্যু

Looks like you've blocked notifications!

মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেপ্তার নেত্রকোনার আহম্মদ আলী (৭০) মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মৃত্যু হয় তাঁর।

চিকিৎসকরা জানিয়েছেন, আহম্মদ আলী শ্বাসকষ্টসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে গতকাল রাত ৯টার দিকে তাঁকে হাসপাতালের ৭০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।

স্বাধীনতা যুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গত ১২ আগস্ট নেত্রকোনার পূর্বধলা উপজেলার ঘাগড়া ইউনিয়নের সুনাইকান্দা গ্রাম থেকে আহম্মদ আলীকে গ্রেপ্তার করে স্থানীয় পুলিশ। তাঁর বিরুদ্ধে ১৯৭১ সালের ২১ আগস্ট রাজাকার বাহিনী নিয়ে বাড়হা গ্রামের আবদুল খালেককে গুলি করে হত্যার পর কংস নদে মরদেহ ভাসিয়ে দেওয়ার অভিযোগে মামলা রয়েছে।