‘গ্রেপ্তারি পরোয়ানা থাকলে ডিআইজি মিজানকে গ্রেপ্তার করা হবে’

Looks like you've blocked notifications!
আজ বুধবার সকালে মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবসের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। ছবি : এনটিভি

সাময়িক বরখাস্ত হওয়া পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকলে তাঁকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

আজ বুধবার সকালে মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবসের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ওই অনুষ্ঠানের আয়োজন করে।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ডিআইজি মিজানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পরোয়ানা থাকলে তিনি আদালতে আত্মসমর্পণ করতে পারবেন।’

আসাদুজ্জামান খাঁন কামাল আরো বলেন, ‘তাঁর (ডিআইজি মিজান) বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, বিচারের পর তাঁর কোনো শাস্তি হলে তা হবে। এখানে আমাদের আর কিছু করার নেই। আইনি প্রক্রিয়ায় তা চলবে।’

দেশের দুর্গম সীমান্ত দিয়ে দেশে মাদক প্রবেশ করছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশের দুর্গম সীমান্তগুলো দিয়ে প্রবেশ করানো হচ্ছে মাদক। ওই সব সীমান্তে মাদক প্রবেশ ঠেকাতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী ও বিজিবি।’ এ ছাড়া মাদক নিয়ন্ত্রণে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে শক্তিশালী করে তিন ধাপে কাজ করা হচ্ছে বলেও জানান মন্ত্রী।

আসাদুজ্জামান খাঁন কামাল জানান, সামাজিক আন্দোলনের পাশাপাশি মাদক সরবরাহ হ্রাস ও আমদানি বন্ধ করতে কাজ করা হচ্ছে।