সন্ত্রাস করেছি, আরো করব : সেলিম ওসমান
নারায়ণগঞ্জের সকল সমস্যা সমাধান করবে ওসমান পরিবার। বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জ ক্লাবে ৪১টি ব্যবসায় সংগঠনের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে এমন দাবিই করলেন সংবর্ধিত নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও ব্যবসায়ী নেতা সেলিম ওসমানকেও সংবর্ধনা দেওয়া হয়।
শীতলক্ষ্যা সেতুর ভিত্তিপ্রস্তর, ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ডাবল রেললাইন ও বন্দরের শান্তিরচরে নিট পল্লী স্থাপনে সরকারের অনুমোদনসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নে ভূমিকা রাখা এই ভ্রাতৃদ্বয়কে সংবর্ধনা দেন নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা।
জনগণের উদ্দেশে শামীম ওসমান বলেন, ‘আমরা কী করব, চার বছর পর তার রেজাল্ট হবে। আমরা নারায়ণগঞ্জের সব সমস্যার সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ, যদি কিছু কুচক্রী মহল আমাদের ডিসটার্ব না করে। আমরা তো কাউকে ডিসটার্ব করতে চাই না। আর একবার এমপি ইলেকশন করতেও চাই না। আমরা যা পেয়েছি, এর চেয়ে বেশি আর চাওয়া-পাওয়ার কিছু থাকতে পারে না।’ তিনি বলেন, ‘আপনাদের দোয়ায়, আপনাদের দয়ায় আমরা আজকে সংসদ সদস্য হয়েছি। মাননীয় না, আপনাদের সেবক হয়েছি। সেবা করার চেষ্টা করছি।’
এ সময় নারায়ণগঞ্জের উন্নয়নে তাঁর ও তাঁর পরিবারের বিভিন্ন কর্মকাণ্ডের কথা তুলে ধরেন শামীম ওসমান।
অনুষ্ঠানে নিজের বক্তব্যের শুরুতেই প্রশাসনকে ধন্যবাদ জানান সেলিম ওসমান। বলেন, প্রশাসনের কারণেই তাঁরা শান্তিতে ব্যবসা-বাণিজ্য করতে পারছেন। বাস-ট্রাক পুড়িয়ে দেওয়া, পুলিশের ওপর হামলার বিভিন্ন ঘটনাকে তিনি নারায়ণগঞ্জের উন্নয়নকে বাধাগ্রস্ত করার প্রক্রিয়া বলে মন্তব্য করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা কিন্তু মাঠে নামিনি, আমরা কাউকে ধরতে যাইনি। অনেক সাংবাদিক ভাইরা পত্রপত্রিকায় লিখেছেন, আমরা সরাসরি হস্তক্ষেপ করছি না কেন? আমরা কেন ধরি না? আমরা তো ধরি নাই। আমি বলেছি, আপনারা যে ভাষায় কথা বলবেন, প্রয়োজনে সেই ভাষায় আমরা কথা বলব। কথার আগে-পিছে সন্ত্রাসী পরিবার বানিয়েছেন। আমরা সন্ত্রাস করেছি। জেনে রাখেন, ভবিষ্যতে আরো সন্ত্রাস করব।’
‘যতই বলেন না কেন আপনারা, সন্ত্রাস করি, একটা অপরাধ করে সন্ত্রাসী হয়েছি। ধন্যবাদ জানাই আমি শামীম ওসমানকে। সাহস করে নারায়ণগঞ্জের টানবাজারের পতিতালয়টা উচ্ছেদ করেছিল। ধন্যবাদ জানাই আমি শামীম ওসমানকে। আজকে আপনারা খানসাহেব ওসমান আলী স্টেডিয়ামে উন্নত মানের খেলা দেখতে পারেন।’ বলেন সেলিম।
নারায়ণগঞ্জের এই ব্যবসায়ী নেতা আরো বলেন, ‘সংসদ নির্বাচনের সময় আমি বলেছি, আমার মঞ্চে যদি কোনো টেন্ডারবাজ, জমি দখলকারী, চান্দাবাজ থাকে, তাহলে যেন আমার মঞ্চ থেকে নেমে যায়। এ পর্যন্ত আমি কাউকে প্রশ্রয় দেইনি। আপনারা দোয়া করবেন আমি যেন এ জায়গাটায় কঠোর থাকতে পারি।’
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সহসভাপতি মঞ্জুরুল হকের সভাপতিত্বে ব্যবসায়ী নেতারা বক্তব্য রাখেন।