প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়েছে ব্যবসায়ী সমাজ : বাণিজ্যমন্ত্রী

Looks like you've blocked notifications!

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘দেশে ব্যবসাবান্ধব বাজেট প্রণয়নে সরকার আন্তরিক। প্রস্তাবিত বাজেটকে ব্যবসায়ী সমাজ স্বাগত জানিয়েছে। সরকার উদার নীতি গ্রহণ করে এ বাজেট প্রণয়ন করেছে।’

আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে এফবিসিসিআই আয়োজিত ২০১৯-২০২০ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট পর্যালোচনা সভায় এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘এবারের বাজেটে দেশের বিনিয়োগকারীদেরকে উৎসাহিত করা হয়েছে। দেশে ১০০টি স্পেশাল ইকোনমিক জোন গড়ে তুলছেন, এখানে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বিশেষ সুযোগ-সুবিধা প্রদান করা হচ্ছে।’ তিনি বলেন, ‘দেশি বিনিয়োগে উৎসাহিত করতে সরকার বিশেষ সুবিধা প্রদানের নীতি গ্রহণ করেছে। ব্যবসা পরিচালনা করতে পণ্যের ওপর শুল্ক ও ভ্যাট সহনীয় পর্যায়ে রাখতে সরকার আন্তরিকতার সঙ্গে চেষ্টা করছে। দেশের ব্যবসা-বাণিজ্যের উন্নতি মানেই দেশের উন্নতি।’

 বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আজ দেশের যে উন্নতি সে জন্য ব্যবসায়ীদের অবদান অনেক। দেশে ব্যবসার প্রসার না ঘটলে উন্নতি হয় না, কর্মসংস্থান হয় না। দেশে ব্যবসার পরিধি বৃদ্ধির জন্য ব্যবসায়ীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হচ্ছে। সরকার এ বিষয়ে আন্তরিক। প্রস্তাবিত বাজেটে যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে, সরকার আলাপ-আলোচনা করে তা সমন্বয়ের চেষ্টা করবে।’

এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মূখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, এফবিসিসিআইয়ের সাবেক প্রেসিডেন্ট মো. শফিউল ইসলাম মহিউদ্দিন, বিজিএমইএর সাবেক প্রেসিডেন্ট মো. সিদ্দিকুর রহমান, বিজিএমইএর সভাপতি লুবানা হক, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই)-এর প্রেসিডেন্ট আনোয়ারুল আলম চৌধুরী (পারভেজ) প্রমুখ।