ডিআইজি মিজানের আগাম জামিন আবেদন

Looks like you've blocked notifications!

তিন কোটি ২৮ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় আগাম জামিন আবেদন করেছেন সাময়িক বরখাস্তকৃত পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমান।

আজ রোববার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কদ্দুসের হাইকোর্ট বেঞ্চে জামিন আবেদনটির ওপর শুনানির জন্য আবেদন করা হয়েছে। বিষয়টি জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান।

সাময়িক বরখাস্ত হওয়া ডিআইজি মিজানুর রহমানের পক্ষে জামিন আবেদনটি করেছেন তাঁর আইনজীবী মো. আসাদুজ্জামান।

এর আগে গত সোমবার তিন কোটি ২৮ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মিজানুর রহমানের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গত ১৯ জুন মিজানুর রহমানের স্থাবর সম্পদ ক্রোক এবং ব্যাংক হিসাবের লেনদেন বন্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত।

নারী নির্যাতনের অভিযোগে দায়িত্ব থেকে প্রত্যাহার হওয়া পুলিশের বরখাস্ত হওয়া ডিআইজি মিজানুর রহমানের অবৈধ সম্পদের তদন্ত শুরু করেছিল দুদক। কিন্তু এই তদন্ত করতে গিয়ে দুদকের পরিচালক খন্দকার এনামুল বাছির ৪০ লাখ টাকা ঘুষ নিয়েছেন বলে অভিযোগ করেন মিজানুর রহমান।