বান্দরবানের পাইন্দু খালে ডুবে দুই পর্যটক নিখোঁজ
বান্দরবানের রুমা উপজেলার পাইন্দু খালের স্রোতে ভেসে গিয়ে দুই পর্যটক নিখোঁজ রয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ দুজন হলেন নৌবাহিনীর সেকেন্ড লেফটেন্যান্ট মোহাম্মদ আসিফ (২৩) ও গ্রিনহার্ট আর্ট কলেজের ছাত্রী জান্নাত (১৮)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রুমার পাইন্দু ইউনিয়নের অপরুপ তিনাপ সাইতার ঝরনা দেখে ফেরার পথে শনিবার সন্ধ্যায় পাইন্দু খাল পার হচ্ছিলেন দুই পর্যটক। এ সময় পাইন্দু খালের পানির স্রোতে ভেসে গিয়ে তাঁরা নিখোঁজ হন। ঘটনাটি দুর্গম যোগাযোগ বিচ্ছিন্ন পাহাড়ি এলাকায় হওয়ায় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী আজ রোববার খবরটি জানতে পারে। খবর পেয়ে নিখোঁজদের খোঁজে উদ্ধার অভিযানে নেমেছে সেনাবাহিনী, পুলিশ-প্রশাসনসহ স্থানীয়রা। নৌকা ও ভেলা নিয়ে ঘটনাস্থলসহ আশপাশের এলাকাগুলোতে খোঁজাখুঁজি করা হচ্ছে।
রোয়াংছড়ি উপজেলার সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সদস্য লাল রোসাং বম জানান, তিন দিন আগে রৌনিনপাড়ার জেমসন বমের নেতৃত্বে ছয়জন পর্যটক রোয়াংছড়ি হয়ে তিনাপ ঝরনা ভ্রমণে যান। ঝরনাটি দেখে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, নিখোঁজ দুই পর্যটকের খোঁজে উদ্ধার অভিযান চলছে। তবে এখন পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি।