এরশাদকে দেখে এসে যা বললেন জি এম কাদের

Looks like you've blocked notifications!
আজ সোমবার দুপুরে এইচ এম এরশাদকে দেখে এসে সাংবাদিকদের ব্রিফ করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের। ছবি : এনটিভি

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন। গতকাল রোববার এরশাদের সুস্থতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন গুজব ছড়িয়ে পড়ে।

আজ সোমবার দুপুরে এইচ এম এরশাদকে দেখে এসে সাংবাদিকদের ব্রিফ করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের।

জি এম কাদের বলেন, ‘বিভিন্ন গুজব দেখেছি। এরশাদ অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব। সারা দেশের মানুষ উৎকণ্ঠা নিয়ে তাঁর শারীরিক অবস্থা জানতে চায়। এরই সুযোগে কেউ কেউ গুজব ছড়িয়ে উৎকণ্ঠা ছড়িয়ে যাচ্ছে।’

‘অনুরোধ করব, আমাদের বক্তব্যের বাইরে আর কোনো বক্তব্য ছড়াবেন না। আমরা যতটুকু সম্ভব অবহিত করব। আমরা সিএমএইচ কর্তৃপক্ষের সঙ্গেও আলাপ করেছি। আইএসপিআরের মাধ্যমে তাঁরাও বিষয়টি জানাবেন। কোনো সংবাদ না পেলে বুঝবেন তিনি ভালো আছেন, আগের মতো আছেন। কোনো সমস্যা, সংকট হলে সঙ্গে সঙ্গে জানাব।’

সকাল পর্যন্ত এইচ এম এরশাদের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে উল্লেখ করে জি এম কাদের বলেন, ‘অর্থাৎ অপরিবর্তিত আছে। উনাদের (চিকিৎসকদের) ভাষায় এটা শুভলক্ষণ। যেহেতু উনারা শঙ্কা করছিলেন যে অবস্থার অবনতি হতে পারে। অবনতি যখন হয়নি, স্থিতিশীল আছে, এটা হলো শুভলক্ষণ। আরো স্পেসিফিকলি বলতে গেলে, উনার গতকাল লাংসের ইনফেকশন যতটুকু দেখা গিয়েছিল, আজ সকালে দেখা গেছে ইনফেকশনটা একটু কমের দিকে। গতকাল যে উনার শ্বাসকষ্ট হয়েছিল, উনাকে শ্বাসকষ্ট আন্ডারপ্রেসার দিতে হতো, এখন উনারা দুই ঘণ্টা আন্ডারপ্রেসার অক্সিজেন দিচ্ছেন, দুই ঘণ্টা নরমাল অক্সিজেন দিচ্ছেন। উনারা বলছেন, এ ধরনের ট্রেন্ড চালু থাকলে কিছুক্ষণ পর উনাকে স্বাভাবিক অক্সিজেন দেওয়া হবে। তারপর যখন ইমপ্রুভমেন্ট হবে, উনাকে অক্সিজেন থেকে স্বাভাবিকভাবে শ্বাস-প্রশ্বাস নিতে পারবেন।’  

জি এম কাদের আরো বলেন, ‘তাঁর (এইচ এম এরশাদ) কিডনিতে ইনফেকশন একটু বেশি হয়েছে। সেখানে দৃষ্টি দেওয়া হচ্ছে। ’  

জাতীয় পার্টির চেয়ারম্যানের ছোট ভাই আরো বলেন, ‘উনি শঙ্কামুক্ত নন। বয়স অনুযায়ী সমস্যা ও জটিলতা মিলিয়ে ডাক্তাররা এখনো নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। আশা করি, সুস্থ হয়ে উঠবেন।  দোয়া প্রার্থনা করতে চাই যেন উনি সুস্থ-স্বাভাবিক জীবনে ফিরে আসেন। দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত করবেন।’

সাবেক রাষ্ট্রপতিকে বিদেশ নেওয়া প্রসঙ্গে জি এম কাদের বলেন, ‘এই মুহূর্তে উনাকে কোথাও শিফট করাটা সাজেস্ট করছেন না চিকিৎসকরা। এই শারীরিক অবস্থায় শিফট করাটা ঠিক হবে না। তবে আমাদের ওপরে ছেড়ে দিয়েছেন। তবে তাদের পরামর্শ ছাড়া আমরা যাব না।’

এইচ এম এরশাদ সাড়া দিচ্ছেন কি না জানতে চাইলে জি এম কাদের বলেন, ‘আমি কথা বলেছি, ভাই কেমন আছেন, দেখুন মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসেছেন। এটা শুনে চোখ তুলে তাকান। সেন্স আছে।’