নভেম্বরে যাচ্ছেন বিলুপ্ত ছিটমহলের ভারতীয় নাগরিকরা
পঞ্চগড় ও নীলফামারীর বিলুপ্ত ছিটমহলের ভারতীয় নাগরিকত্ব গ্রহণকারী ৪৮৭ জনের যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী নভেম্বরে বন্ধ থাকা নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি-হলদিবাড়ী চেকপোস্ট দিয়ে চার দফায় তাঁরা ভারতে যাবেন।
এসব ভারতীয় নাগরিক যাতে সুষ্ঠুভাবে সীমান্ত অতিক্রম করতে পারেন, সে জন্য আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভোগাডাবুড়ি ডাঙ্গাপাড়া সীমান্তে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভার জানানো হয়, প্রথম দফায় ১৬টি পরিবার ভারত যাবে ৯ নভেম্বর, দ্বিতীয় দফায় ১৮ নভেম্বর ৩১টি পরিবার, তৃতীয় দফায় ২৩ নভেম্বর ২৯টি পরিবার এবং চতুর্থ তথা শেষ দফায় ২৪ নভেম্বর ২৩টি পরিবার ভারত যাবে।
নীলফামারীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হাসান, ডোমার উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবিহা সুলতানা, পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম, নীলফামারী এলজিইডির নির্বাহী প্রকৌশলী হক মাহমুদ, চিলাহাটি সীমান্ত চেকপোস্টের কাস্টমস বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা ময়নুল ইসলাম, বিজিবির ডাঙ্গাপাড়া ক্যাম্পের নায়েক সুবেদার আনোয়ার হোসেন প্রমুখ।
নীলফামারীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুজিবুর রহমান এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন। সভা শেষে কর্মকর্তারা সীমান্তে সদ্য নির্মিত একটি মাটির সড়ক পরিদর্শন করেন।
চলতি বছরের ৩১ জুলাই মধ্যরাতে বাংলাদেশের অভ্যন্তরে থাকা ভারতীয় ১১১টি ও ভারতের অভ্যন্তরে থাকা বাংলাদেশের ৫১টিসহ মোট ১৬২টি ছিটমহল বিলুপ্ত ঘোষণা করা হয়। এর আগে উভয় দেশের এসব ছিটমহলে বসবাসরত বাসিন্দাদের জনগণনা সম্পন্ন করা হয়। সে সময় দেশ বেছে নেওয়ার নির্ধারিত ফরমে বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় ওই সব ছিটমহলের ৯৯ পরিবারের ৪৮৭ জন সদস্য তাঁদের ভারতীয় নাগরিকত্ব বহাল রাখেন।