ইসির মামলায় এমপি ওয়ারেসাতের জামিন

Looks like you've blocked notifications!
নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল বীর প্রতীক সোমবার বিকেলে নেত্রকোনা আদালতে হাজির হয়ে জামিন নেন। ছবি : এনটিভি

নির্বাচন কমিশনের (ইসি) করা মামলায় নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল বীর প্রতীক আদালতে হাজিরা দিয়েছেন। সোমবার বিকেল সোয়া ৩টার দিকে তিনি নেত্রকোনা জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এ হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। এ সময় আদালতের বিচারক মাহমুদুল ইসলাম তাঁর জামিন মঞ্জুর করেন।

বিষয়টি ওয়ারেসাত হোসেন বেলালের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শহিদুল্লাহ নিশ্চিত করেছেন।

পূর্বধলা উপজেলা পরিষদ নির্বাচনে প্রভাব বিস্তার ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গত ১২ জুন নির্বাচন কমিশন সচিবালয় থেকে সংসদ সদস্যের বিরুদ্ধে মামলার নির্দেশ দেওয়া হয়েছিল। কমিশন সচিবালয়ের উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এই নির্দেশ দেওয়া হয়। পরে গত ১৬ জুন জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল্যাহ আল মোতাহ্সিম বাদী হয়ে পূর্বধলা থানায় এই মামলা দায়ের করেন।

ওয়ারেসাত হোসেন বেলাল পূর্বধলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও টানা তিন বারের সংসদ সদস্য।