সরকারি হাসপাতালে বিনামূল্যে স্তন ক্যানসার পরীক্ষা

Looks like you've blocked notifications!
স্তন ক্যানসার সচেতনতা মাস উপলক্ষে আয়োজিত র‍্যালির উদ্বোধন অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। ছবি : এনটিভি

স্তন ক্যানসার নির্ণয়ে আগামী ডিসেম্বর থেকে মাসব্যাপী দেশের সব সরকারি হাসপাতালে বিনামূল্যে মেমোগ্রাম (স্তনের এক্স-রে) করানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

আজ শুক্রবার সকালে স্তন ক্যানসার সচেতনতা মাস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে শুরু হওয়া র‍্যালির উদ্বোধন অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী জানান, চিকিৎসার অভাবে প্রতিবছর প্রায় নয় হাজার নারী স্তন ক্যানসারে মৃত্যুবরণ করেন। শুধু সচেতনতাই স্তন ক্যানসার থেকে নারীদের মুক্তি দিতে পারে বলে মন্তব্য করেন তিনি।

স্তন ক্যানসার নির্ণয়ে মেমোগ্রাম সহজলভ্য করতে সব সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে জানিয়ে নাসিম বলেন, ‘প্রতিবছর ডিসেম্বর মাসে, বিজয়ের মাসে এক মাস দরিদ্র মেয়েদের, বোনদের জন্য বিনা পয়সায় সরকারি হাসপাতালে মেমোগ্রাম পরীক্ষা করা হবে। আমরা যদি সচেতন হই, মা-বোনকে সচেতন করতে পারি, পরিবারকে সচেতন করতে পারি, তবে অবশ্যই লাখ লাখ মা-বোনকে আমরা রক্ষা করতে পারব।’