বিএনপির আমলে ডাংগুলি খেলায়ও জিততাম না : আইনমন্ত্রী

Looks like you've blocked notifications!
আইনমন্ত্রী আনিসুল হক আজ মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের নান্দাইল সাব-রেজিস্ট্রার ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন। ছবি : এনটিভি

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপির আমলে আমরা ডাংগুলি খেলায়ও জিততে পারতাম না। এখন বিশ্বকাপ খেলছি, সেমিফাইনালে খেলার স্বপ্ন দেখছি। সবই হয়েছে জননেত্রী শেখ হাসিনার জন্য।

আজ মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের নান্দাইল সাব-রেজিস্ট্রার ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন আইনমন্ত্রী।

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় বাংলাদেশের উন্নয়ন বিশ্বে রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে। আইনের শাসন মানে সবার ন্যায়বিচার নিশ্চিত করা, শেখ হাসিনা তা পেরেছেন। দেশের বিচার বিভাগ এখন স্বাধীন।

আইনমন্ত্রী বলেন, মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির মতো বরগুনার রিফাত শরীফের হত্যাকারীদেরও বিচার হবে। কাউকে ছাড়া হবে না।

নিবন্ধনের অধিদপ্তরের মহাপরিদর্শক খান মো. আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান ও জেলা পরিষদ চেয়ারম্যান ইউসুফ খান পাঠান।