কুমিল্লায় এনটিভিকে সর্বস্তরের মানুষের শুভেচ্ছা
বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি ১৬ বছর পূর্তি শেষে ১৭তম বর্ষে পদার্পণ করায় কুমিল্লা প্রেসক্লাবে অনুষ্ঠান হয়েছে। এতে জেলার সর্বস্তরের মানুষ এনটিভিকে বর্ষপূর্তির শুভেচ্ছা জানিয়েছেন।
আজ বুধবার বেলা ১১টায় কুমিল্লা প্রেসক্লাবের অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ রুহুল আমীন ভূঁইয়া এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে বর্ষপূর্তি উৎসবের উদ্বোধন করেন।
এ সময় কুমিল্লার বিভিন্ন গণমাধ্যমের কর্মী, প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন এনজিও কর্মকর্তা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মকর্তা এবং এনটিভির দর্শকশ্রোতারা উপস্থিত ছিলেন।
এর আগে এনটিভিকে শুভেচ্ছা জানাতে কুমিল্লা প্রেসক্লাব থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
পরে অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যক্ষ রুহুল আমীন ভূঁইয়া, কুমিল্লা জেলা পরিষদের সাবেক প্রশাসক ও কৃষক লীগের কেন্দ্রীয় সভাপতি হাজি ওমর ফারুক, কুমিল্লা সনাকের আহ্বায়ক শাহ আলমগীর খান, কুমিল্লার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী, কুমিল্লার এনটিভির শ্রোতা, দর্শক ও ভক্তরা এনটিভিকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন।