নাটোরে শিল্পমন্ত্রী

জঙ্গিবাদ সৃষ্টি করে বিদেশিরা বিস্তার করতে চায়

Looks like you've blocked notifications!
নাটোরে নর্থ বেঙ্গল সুগার মিলে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। ছবি : এনটিভি

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বিদেশিরা বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও জঙ্গিবাদ সৃষ্টি করে বিস্তার করতে চায়। এ দেশের মানুষের স্বার্থরক্ষার জন্য শেখ হাসিনা ঝুঁকি নিয়ে তা প্রতিহত করছেন। তিনি আরো বলেছেন, ৫ জানুয়ারির নির্বাচনের পর পাকিস্তানের মতো বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র বানানোর চেষ্টা করা হয়েছিল।

আজ শুক্রবার নাটোরের নর্থ বেঙ্গল সুগার মিলের ২০১৫-১৬ মৌসুমের আখ মাড়াই করে চিনি উৎপাদন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পমন্ত্রী এসব কথা বলেন। দুপুরে চিনি উৎপাদন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিল্পমন্ত্রী।

সমাবেশে সভাপতিত্ব করেন নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক এম এ আজিজ। তিনি জানান, এ মৌসুমে দুই লাখ ৪০ হাজার টন আখ মাড়াই করে ১৯ হাজার ৫৬০ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সমাবেশে সংসদ সদস্য আবদুল কুদ্দুস ও আবুল কালাম আজাদ, চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের চেয়ারম্যান দেলোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।