নান্দাইলে ছাত্রদলকর্মী হত্যা মামলায় গ্রেপ্তার ৪

Looks like you've blocked notifications!
মো. আসিফ পারভেজ টুপন। ছবি : সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইলে ছাত্রদলকর্মী মো. আসিফ পারভেজ টুপন (২০) হত্যা মামলার চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—উপজেলার মামুন মিয়া (২০), আশরাফুজ্জামান (২৫), শিউলী আকতার (৫২) ও তাঁর বোন মোহসিনা আকতার (৪৭)।

এর আগে শুক্রবার রাতে ওই চারজনসহ ১১ জনের বিরুদ্ধে নান্দাইল থানায় হত্যা মামলা করেন আসিফের বাবা আবদুর রাজ্জাক। নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আয়ুবুর রহমান এ খবর নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গত বুধবার রাত ৮টার দিকে দুর্বৃত্তরা নান্দাইল পৌরসভার চণ্ডীপাশা আবাসিক এলাকায় আসিফকে কুপিয়ে গুরুতর জখম করে। খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।