প্রভোস্টকে লাঞ্ছনা

ভিপি নুরসহ সাতজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ৭ আগস্ট

Looks like you've blocked notifications!

ডাকসু নির্বাচনের সময়ে রোকেয়া হলের প্রভোস্ট জিনাত হুদাকে লাঞ্ছিত করার অভিযোগে কোটা সংস্কার আন্দোলনকারীদের নেতা ডাকসু ভিপি নুরুল হক নুরসহ সাতজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল হয়নি। আগামী ৭ আগস্ট পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।

আজ রোববার ঢাকা মহানগর হাকিম সারাফুজ্জামান আনছারী এ দিন ধার্য করেন।

আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা মো. নিজাম উদ্দিন এ বিষয়ে সাংবাদিকদের নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে না পারায় বিচারক নতুন দিন ধার্য করেন।

গত ১১ মার্চ রাতে রাজধানীর শাহবাগ থানায় ঢাবির নৃত্যকলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মারজুকা রায়না বাদী হয়ে নুরসহ সাতজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

মামলার আসামিরা হলেন—বাম জোটের ভিপি পদপ্রার্থী ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দী, ছাত্রদলের জিএস পদপ্রার্থী আনিসুর রহমান খন্দকার, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের জিএস পদপ্রার্থী উম্মে হাবীবা বেনজীর, রোকেয়া হল সংসদের ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী শেখ মৌসুমী, ডাকসুর সমাজসেবা সম্পাদক পদে জয়ী সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আখতার হোসেন এবং মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক পদে স্বতন্ত্র জোটের প্রার্থী দীপ্তি।