নেত্রকোনায় বিএনপি নেতাসহ দুজন আটক

Looks like you've blocked notifications!
ছবি : এনটিভি

নেত্রকোনার কলমাকান্দা উপজেলা বিএনপির সভাপতিসহ দুজনকে আটক করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে তাঁদের আটক হয়।

আটক দুজন হলেন উপজেলা বিএনপির সভাপতি এম এ খায়ের (৫০) ও সদর ইউনিয়ন যুবদলের সম্পাদক চন্দন আকন্দ (৩৫)। তাঁদের থানা হেফাজতে রাখা হয়েছে।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুর রহমান বলেন, সারা দেশে পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে আজ দুপুরে এ অভিযান চালানো হয়। কলমাকান্দা বাজারের কলেজ রোডের বাসা থেকে উপজেলা বিএনপির সভাপতি এম এ খায়েরকে আটক করা হয়। পরে সদর ইউনিয়ন যুবদলের সম্পাদক চন্দন আকন্দকে আটক করা হয় কলেজ রোডে তাঁদের মনিহারি দোকান থেকে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।