রোহিঙ্গারা জঙ্গিবাদে ঝুঁকে পড়তে পারে, শঙ্কা ব্রিটিশ হাইকমিশনারের

Looks like you've blocked notifications!
ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন গতকাল সোমবার কূটনীতিবিষয়ক সাংবাদিকদের সংগঠন ডিক্যাব আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। ছবি : এনটিভি

বাংলাদেশে আসা রোহিঙ্গারা জঙ্গিবাদের দিকে ঝুঁকে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন। কূটনীতিবিষয়ক সাংবাদিকদের সংগঠন ডিক্যাব আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই আশঙ্কা প্রকাশ করেন।

ব্রিটিশ হাইকমিশনার বলেন, রোহিঙ্গা সংকট সমাধান না হলে সেটা মিয়ানমারের জন্যও ভালো হবে না।

মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ মানবিকতা দেখিয়েছে। কিন্তু সেটার বিনিময়ে বাংলাদেশকে যে কতটা সংকটের মধ্য দিয়ে যেতে হচ্ছে, তা এখন আন্তর্জাতিক মহলের কাছেও স্পষ্ট। এর মধ্যেই ব্রিটিশ হাইকমিশনার গতকাল সোমবার বলেন, এরই মধ্যে রোহিঙ্গাদের যেসব অপরাধের প্রবণতা দেখা যাচ্ছে, সেটা আরো খারাপ কিছুকেই ইঙ্গিত করছে।

রবার্ট চ্যাটারটন ডিকসন বলেন, ‘এটা খুব স্পষ্ট যে লাখ লাখ মানুষ যখন দেশছাড়া হয়, তখন তারা ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। নিরাপত্তা প্রশ্নে এরই মধ্যে পরিষ্কার লক্ষণ দেখা যাচ্ছে যে রোহিঙ্গারা মাদক ও মানবপাচারের মতো অপরাধে জড়িয়ে পড়ছে। এ ক্ষেত্রে বিশ্বে বহু উদাহরণ রয়েছে, দেশছাড়া জনগোষ্ঠী জঙ্গিবাদে পর্যন্ত জড়িয়ে পড়ে। কাজেই জরুরি ভিত্তিতে রোহিঙ্গা সংকটের সমাধান হওয়া প্রয়োজন।’

ব্রিটিশ হাইকমিশনার মন্তব্য করেন, রোহিঙ্গা সংকটের কারণে মিয়ানমারের জন্যও খারাপ কিছু অপেক্ষা করছে।

‘আমি মনে করি, এটা মিয়ানমারের জন্যও ভালো হবে না। মিয়ানমার মাত্র কয়েক বছর আগে সেনাশাসন থেকে জনগণের শাসনে ফিরেছে। কিন্তু এখন তারা আবারও রোহিঙ্গা সংকটের জন্য সমালোচিত হচ্ছে। কাজেই রোহিঙ্গা সংকট সমাধান হলে সেটা তিনটি পক্ষের জন্যই ভালো হবে—বাংলাদেশ, মিয়ানমার ও রোহিঙ্গা। এ ক্ষেত্রে চীন অবশ্যই পারে সমস্যা সমাধানে আন্তর্জাতিক মহলের উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ ও মিয়ানমারের সঙ্গে কাজ করতে।’

ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ ইংল্যান্ডের সঙ্গে ফাইনাল খেলবে—নিজের এমন আশা পূর্ণ না হওয়ায় দুঃখ প্রকাশ করেন ব্রিটিশ হাইকমিশার।