রামপুরায় রিকশাচালকদের অবরোধ, বিক্ষোভ

Looks like you've blocked notifications!

রাজধানীর তিনটি গুরুত্বপূর্ণ সড়কে রিকশা চলাচল বন্ধের প্রতিবাদে গতকালের মতো আজও রাজধানীর কুড়িল-সায়েদাবাদ সড়কের রামপুরা এলাকায় অবরোধ করে বিক্ষোভ করছেন চালকরা।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কুদ্দুস ফকির বলেন, আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় কয়েকশ রিকশাচালক রামপুরার বেটার লাইফ হসপিটালের সামনে সড়কে দুপাশে অবরোধ করে বিক্ষোভ শুরু করে।

এর ফলে সড়কের দুপাশে প্রচুর যানবাহন আটকা পড়েছে। বিশেষ করে অফিসগামী যাত্রী ও স্কুলের শিক্ষার্থীদের ব্যাপক ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে। যানজটে আটকা পড়ে অনেককে গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্যের দিকে রওনা হতে দেখা যায় বলে বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গত ৩ জুলাই ঢাকা ট্রান্সপোর্ট কন্ট্রোল অথরিটি (ডিটিসিএ) গঠিত কমিটি ঘোষণা করে, ৭ জুলাই গাবতলী থেকে আজিমপুর (মিরপুর রোড), সায়েন্স ল্যাব থেকে শাহবাগ ও কুড়িল থেকে খিলগাঁও হয়ে সায়েদাবাদ পর্যন্ত সড়কে রিকশা চলবে না।

এ ঘোষণাকে কেন্দ্র করে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। গতকাল সোমবার রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন রিকশাচালক ও মালিকরা।