খাদিজার সন্ধান চায় পরিবার
খাদিজা বেগম (৪৮) নামের জন্মসূত্রে দৃষ্টি ও বাকপ্রতিবন্ধী এক নারী নিখোঁজ রয়েছেন।
খাদিজার ছেলে মো. খোকন মিয়া জানান, তাঁর মা গত ৭ জুলাই রোববার দুপুর ১২টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার জাগির ইউনিয়নের গোলড়া চরখণ্ড গ্রামের গোলড়া বাসস্ট্যান্ড থেকে বাড়ি ফেরার পথে হারিয়ে গেছেন। অনেক খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।
মো. খোকন মিয়া আরো জানান, মায়ের খোঁজ চেয়ে গত ৮ জুলাই মানিকগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে, যার নম্বর ৪৪০। তাঁর সন্ধান চেয়েছেন পরিবারের সদস্যরা।
খাদিজার খোঁজ পেলে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগের ঠিকানা : মো. খোকন মিয়া
মোবাইল ফোন নম্বর : ০১৭৩২৫৮৬৬০৬ ও ০১৬১৮৬২৬৬৬৪।