বেনাপোলে এক কেজি স্বর্ণসহ পাচারকারী আটক

Looks like you've blocked notifications!
যশোরের বেনাপোল সীমান্তে মঙ্গলবার চোরাচালানের সময় ৫৩ লাখ টাকা মূল্যের স্বর্ণসহ নাজমুল হোসেন নামে এক যুবককে আটক করে বিজিবি। ছবি : এনটিভি

যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্তে চোরাচালানের সময় এক কেজি ১৬৯ গ্রাম স্বর্ণসহ মো. নাজমুল হোসেন (২৫) নামের এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল মঙ্গলবার রাতে বেনাপোলের শিকরী বটতলা সীমান্ত এলাকা থেকে তাঁকে যুবককে আটক করা হয়। তাঁর বাড়ি বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী গ্রামে।

যশোরে বিজিবির ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট  কর্নেল সেলিম রেজা জানান, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে  বিজিবির ইন্টেলিজেন্স দল জানতে পারে যে, বিপুল পরিমাণ সোনাসহ শিকড়ী বটতলা এলাকায় এক সোনা পাচারকারী অবস্থান করছে। পরে সেখানে অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়। সে সময় তাঁর দেহে তল্লাশি চালিয়ে প্যান্টের পকেটে লুকানো অবস্থায় এক কেজি ১৬৯ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়।

উদ্ধার হওয়া স্বর্ণের অর্থমূল্য প্রায় ৫৩ লাখ টাকা বলে জানান বিজিবি কর্মকর্তা। আটক নাজমুলের প্রাথমিক স্বীকারোক্তির সূত্রে তিনি আরো জানান, ওই স্বর্ণ ভারতে পাচারের উদ্দেশে নিয়ে যাচ্ছিলেন নাজমুল।

এ ঘটনায় গতরাতেই ওই পাচারকারীর বিরুদ্ধে মামলা দিয়ে তাঁকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে।