টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ধোবাউড়ার ৫ ইউনিয়ন প্লাবিত

Looks like you've blocked notifications!
ময়মনসিংহের ধোবাউরা উপজেলায় টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ঘরবাড়িতে পানি উঠেছে। ছবি : এনটিভি

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে পাঁচটি ইউনিয়ন প্লাবিত হয়েছে। ফলে এসব এলাকায় পানবন্দি হয়ে পড়েছে প্রায় ২০০ পরিবার। ক্ষতিগ্রস্ত হয়েছে বীজতলা ও পুকুরের মাছ। বেশি ক্ষতিগ্রস্ত ইউনিয়নগুলোর মধ্যে রয়েছে দক্ষিণ মাইজপাড়া, গামারিতলা, পোড়াতান্দুলিয়া ও ঘোষগাঁও।

আজ বৃহস্পতিবার ধোবাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ডেভিড রানা চিসিম স্থানীয় সাংবাদিকদের এ খবর নিশ্চিত করেছেন।

এদিকে ভারি বৃষ্টি ও পাহাড়ি ঢলের ফলে নেতাই নদীর পানি তীর উপচে জনপদে ঢুকে পড়েছে। ফলে এসব এলাকার রাস্তা, স্কুল, ফিসারি, পুকুর ও বীজতলা পানির নিচে তলিয়ে গেছে।

ভারি বৃষ্টি ও পাহাড়ি ঢল অব্যাহত থাকলে রাস্তার ব্যাপক ক্ষতি হবে হবে বলে জানিয়েছে স্থানীয়রা।