বিএনপির সাহস থাকলে আন্দোলন করে না কেন, কাদেরের প্রশ্ন

Looks like you've blocked notifications!
আজ বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সভায় বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি : এনটিভি

আন্দোলন করে খালেদা জিয়াকে মুক্ত করার সামর্থ্য বিএনপির নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বিএনপির যদি এতই সাহস আর সক্ষমতা থাকে, তাহলে খালেদা জিয়ার জন্য আন্দোলন করে না কেন? তারা শুধু মুখে আন্দোলনের হাঁকডাক দেয়। বাস্তবে কোনো আন্দোলন আজ পর্যন্ত তারা করতে পারেনি।’

আজ বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সভায় এ কথা বলেন ওবায়দুল কাদের।

এ সময় সংগঠনের অভ্যন্তরের দ্বন্দ্ব ও কোন্দল দূর করে দলকে আরো শক্তিশালী করতে নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি। ভবিষ্যতে কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে হতে পারে, এমন আশঙ্কা প্রকাশ করে দলের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগিদ দেন ওবায়দুল কাদের।

আন্দোলন করে বিএনপি নেত্রীকে কারামুক্ত করা হবে- বিএনপি নেতাদের এমন বক্তব্যের দৃষ্টি আকর্ষণ করে ওবায়দুল কাদের জানান, বর্তমান সরকার বিচার বিভাগের ওপর কখনোই হস্তক্ষেপ করেনি। আন্দোলনের মাধ্যমে বেগম জিয়াকে মুক্ত করার সামর্থ্য বিএনপির নেই বলেও দাবি করেন তিনি।

এ প্রসঙ্গে সেতুমন্ত্রী আরো বলেন, ‘খালেদা জিয়ার জামিনের ব্যাপার বরাবরই আদালতের বিষয়। খালেদা জিয়াকে আওয়ামী লীগ জেলে বন্দি করেনি। আদালতের আদেশে দুর্নীতির মামলায় তিনি বন্দি হয়েছেন। এ কথা আমরা বার বার বলছি। এটা আইনগত ব্যাপার, আইনি লড়াই করে আপনারা তাঁকে বের করে আনতে পারেন।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সরকার এখানে তাঁকে (খালেদা জিয়া) মুক্তি দিতে পারে না। কারণ, বিচারবিভাগ স্বাধীন। স্বাধীন বিচারব্যবস্থায় সরকার হস্তক্ষেপ করে না, আজ পর্যন্ত করেনি। আমি আবারও বলতে চাই, এখানে আওয়ামী লীগ-বিএনপির দ্বন্দ্বের কোনো বিষয় নেই। বিএনপির যদি এতই সাহস আর সক্ষমতা থাকে তাহলে খালেদা জিয়ার জন্য আন্দোলন করে না কেন? তারা শুধু মুখে আন্দোলনের হাঁকডাক দেয়। বাস্তবে কোনো আন্দোলন আজ পর্যন্ত তারা করতে পারেনি।’ তিনি বলেন, ‘আমরা দেখি না, তাদের কতটা হিম্মত আছে, সক্ষমতা আছে, জেল থেকে খালেদা জিয়াকে আন্দোলন করে বের করুক।’

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি হাজি আবুল হাসনাতের সভাপতিত্বে কর্মীসভায় আরো বক্তব্য দেন, দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি আবু আহমেদ মান্নাফি, সাংসদ নূরুল আমীন রুহুল, সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ ও সাংগঠনিক সম্পাদক মোরশেদ কামাল প্রমুখ।