টাঙ্গাইলে ‘১০ ডাকাত’ আটক

টাঙ্গাইলে দুটি এলজি, চারটি গুলি, চাপাতিসহ ১০ জনকে আটক করেছে র্যাব। গতকাল শনিবার সন্ধ্যায় র্যাব-১২ টাঙ্গাইল কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান র্যাব-১২-এর কোম্পানি কমান্ডার মো. মহিউদ্দিন ফারুকী। আটক ১০ জন ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে সংবাদ সম্মেলনে দাবি করে র্যাব।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল র্যাব-১২-এর কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকী ও অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল হোসেনের নেতৃত্বে টাঙ্গাইল সদর উপজেলার সদুল্লাপুর গ্রামে মৃত হাজি শুকুর মুন্সির বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির পরিত্যক্ত টিনের ঘরের ভেতরে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল অন্তত ১০ ডাকাত। র্যাব সদস্যরা তাদের সেখান থেকে আটক করে। তাদের কাছ থেকে দুটি দেশীয় ওয়ান শুটার এলজি, চারটি গুলি, চারটি কিরিচ ও ছুরি উদ্ধার করা হয়।
আটকরা হলো—জহিরুল ইসলাম (৩০), আমিন সিকদার (২৮), রাজু আহমেদ (২৮), জাহিদুল ইসলাম (২৬), মো. হাবিবুল্লাহ (২২), মো. রাব্বি মিয়া (১৮), মো. লিটন মিয়া (২৪), আরিফুল ইসলাম (২০), মফিজুল ইসলাম (২০) ও আলমগীর (২৭)।
র্যাব জানায়, আটকদের বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরকদ্রব্য ও মাদকদ্রব্য আইনে টাঙ্গাইল ও ঘাটাইল থানায় একাধিক মামলা আছে। তারা বিভিন্ন স্থানে ডাকাতি করে থাকে এবং পেশাদার আন্তজেলা ডাকাত দলের সদস্য বলেও জানায় র্যাব।