এরশাদ লাইফ সাপোর্টেই আছেন

Looks like you've blocked notifications!

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ লাইফ সাপোর্টেই আছেন। তাঁর শরীরিক অবস্থা অপরিবর্তিতই রয়েছে। তিনি আশঙ্কামুক্ত নান। 

আজ শনিবার দুপুরে বনানী কার্যালয়ে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতার স্বাস্থ্য নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের।

এরশাদের ছোট ভাই সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) চিকিৎসকদের বরাত দিয়ে বলেন, ‘ডায়ালাইসিস দিয়ে এরশাদের রক্তের বর্জ্য বের করা হচ্ছে। তিনি এখনও শারীরিকভাবে চিকিৎসা গ্রহণ করতে পারছেন এবং সুস্থ হয়ে ওঠা পর্যন্ত লাইফ সাপোর্টেই তাঁর চিকিৎসা চলবে।’

‘২৬ জুন সকালে রক্তের সংক্রমণ নিয়ে সিএমএইচে ভর্তি হয়েছিলেন এরশাদ। বর্তমানে তাঁর রক্তে সংক্রমণ নেই বললেই চলে। কিন্তু এরশাদের শরীরের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গের প্রত্যাশিত উন্নতি হচ্ছে না।’

এ সময় জিএম কাদের জাপা চেয়ারম্যানের রোগমুক্তি এবং সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া প্রার্থনা করেন।

ব্রিফিংয়ে জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা বলেন, দেশের ১০টির অধিক জেলা বন্যা কবলিত। বন্যার্ত লাখো মানুষ সীমাহীন কষ্টে দিন কাটাচ্ছেন।  এরশাদ সুস্থ থাকলে এমন দুর্যোগে ত্রাণ নিয়ে বন্যার্তদের পাশে দাঁড়াতেন।

দলের নেতা-কর্মীদের উদ্দেশে মশিউর রহমান রাঙা বলেন, সব শক্তি দিয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়ান। বন্যার্ত মানুষের পাশে প্রয়োজনীয় সাহায্য দিতে সরকারের প্রতিও আহ্বান জানান তিনি।

এ সময় আরো উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, সুনীল শুভরায়, এস এম ফয়সল চিশতী, এ টি ইউ তাজ রহমান, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন, উপদেষ্টা ড. নুরুল আজহার, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, শফিকুল ইসলাম শফিক, যুগ্ম মহাসচিব নুরুল ইসলাম ওমর, সুলতান আহমেদ সেলিম, সম্পাদকমণ্ডলীর সদস্য মো. শামসুল হক, ইসহাক ভূঁইয়া মো. জসীম উদ্দিন ভূঁইয়া, মো. হেলাল উদ্দিন, সুলতান মাহমুদ, এম. এ. রাজ্জাক খান, রেজাউল করিম, হুমায়ুন খান, গোলাম মোস্তফা, কেন্দ্রীয় নেতা প্রিন্সিপাল গোলাম মোস্তফা, এনাম জয়নাল আবেদীন, অ্যাডভোকেট আবু তৈয়ব, আনোয়ার হোসেন তোতা, মোনাজাত চৌধুরী, বেলাল হোসেন প্রমুখ।