বাকস্বাধীনতার ওপর হামলায় ইইউর নিন্দা
বাংলাদেশে বাকস্বাধীনতার ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত পিয়ের মায়াদুঁ। আজ রোববার সকালে ইইউর ফেসবুকে তিনি নিন্দা জানান।
পিয়ের মায়াদুঁ নিহত প্রকাশক ফয়সল আরেফিন দীপনের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহত প্রকাশক আহমেদুর রশীদ টুটুল, লেখক রনদীপম বসু ও ব্লগার তারেক রহিমের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
ইইউ জানায়, বাকস্বাধীনতা ও বিশ্বাস আরো নিশ্চিত করতে এসব নির্মম ঘটনা সরকারের ডাক। রাষ্ট্রদূত মায়াদুঁ বিশ্বাস করেন, আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপ এবং বাংলাদেশের জনগণের ঐক্যে ধর্মান্ধদের আরো অপরাধ প্রতিহত করা সম্ভব হবে।
গতকাল শনিবার রাজধানীর লালমাটিয়ায় নিজ কার্যালয়ে কুপিয়ে ও গুলি করে প্রকাশনা সংস্থা শুদ্ধস্বরের মালিক আহমেদুর রশীদ টুটুল, লেখক-ব্লগার রনদীপম বসু, তারেক রহিমকে আহত করে দুর্বৃত্তরা। পরে আরেক প্রকাশনা সংস্থা জাগৃতির মালিক ফয়সল আরেফিন দীপনকে আজিজ সুপার মার্কেটের কার্যালয়ে কুপিয়ে হত্যা করা হয়। দুটি প্রকাশনী থেকেই ব্লগার অভিজিৎ রায়ের বই প্রকাশিত হয়েছিল।