ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে পুড়ে গেছে ২৩টি দোকান

Looks like you've blocked notifications!
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি বাজারে অগ্নিকাণ্ডে ২৩টি দোকান পুড়ে গেছে। ছবি : এনটিভি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৩টি দোকান পুড়ে গেছে। গতকাল শনিবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। এতে ব্যবসায়ীদের প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

কয়েকজন দোকান মালিক জানান, গতকাল গভীর রাতে বাজারের একটি পাইকারি দোকানে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত ছড়িয়ে পড়লে ২৩টি দোকান পুড়ে যায়। এতে দোকানে থাকা টাকা, মালামালসহ প্রয়োজনীয় খাতাপত্র পুড়ে যায়। কুটি, কসবা ও কোম্পানীগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

কুটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নজরুল ইসলাম জিতু জানান, এ অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুল ইসলাম সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।